• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হঠাৎ সবজির বাজারে দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক    ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৫ এ.এম.
রাজধানীর বাজারে সরবরাহ সংকটে সবজির দামে হঠাৎ ঊর্ধ্বগতি-ছবি: সংগৃহীত

চার মাসের ধারাবাহিক স্থিতিশীলতার পর চলতি মাসের শুরুর দিকে সবজির দাম কমেছিল। তবে সপ্তাহ না ঘুরতেই আবারও ঊর্ধ্বমুখী হয়েছে পাইকারি ও খুচরা বাজার। বিক্রেতাদের দাবি-গতকালের রাজনৈতিক কর্মসূচির কারণে ঢাকায় সবজিবাহী ট্রাক কম এসেছে, সরবরাহ কম থাকায় দামে প্রভাব পড়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামে হঠাৎ এই বৃদ্ধির চিত্র দেখা গেছে। 

আজকের বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে যা আগের সপ্তাহে ৬০ টাকার ঘরে ছিল। এ ছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, বেগুন প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি শসা ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, মূলা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা।

বাড্ডা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুল আলিম বলেন, “গত সপ্তাহে কম দামে সবজি কিনেছি। আজ একই সবজি ২০–৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। শীতের মৌসুমে কম দামে সবজি খাওয়ার কথা, উল্টো দাম আরও বাড়ছে।”

গুলশান–বাড্ডা লিংক রোডের সবজি বিক্রেতা এরশাদ আলী জানান, “কারওয়ান বাজারে আজ সবজির দাম বাড়তি ছিল। সরবরাহও কম ছিল। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হয়েছে, তাই খুচরা বাজারেও দাম বেড়েছে।”

কারওয়ান বাজারের বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, “গতকাল রাজনৈতিক কর্মসূচির কারণে দেশের বিভিন্ন জেলা থেকে সবজির ট্রাক কম এসেছে। শীতের শুরুতে এমন দাম বাড়ার কথা নয়। গত সপ্তাহেও বাজার অনেকটাই স্থিতিশীল ছিল। সরবরাহ কম হওয়ায় আজ দামে হঠাৎ চাপ পড়েছে।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেঁয়াজ আমদানির জন্য ২ হাজারের বেশি আবেদন: জাহাঙ্গীর আলম
পেঁয়াজ আমদানির জন্য ২ হাজারের বেশি আবেদন: জাহাঙ্গীর আলম
মুনাফা বেড়েছে, লভ্যাংশ আগের মতোই
মুনাফা বেড়েছে, লভ্যাংশ আগের মতোই
পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান
পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান