• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে অস্ত্রসহ মনসুর বাহিনীর ৫ সদস্য আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম বাঁশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের সদস্যরা নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড তাজা কার্তুজ, পনেরটি ফাঁকা কার্তুজ ও আটটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় মনসুর বাহিনীর সক্রিয় পাঁচ সদস্য—আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মোঃ জমির আহমদ (৫৫), মোঃ জিয়াউর রহমান (৫০) ও মোঃ সোহেলকে আটক করা হয়। তারা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার নতুন বাজার সংলগ্ন এলাকায় মনসুর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগের পর কোস্ট গার্ড এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ায়।

অভিযানের সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের গাড়িতে অতর্কিত হামলা চালায় এবং আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, 'আটককৃত সন্ত্রাসী ও জব্দ করা আলামত হস্তান্তরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সন্ত্রাস দমন ও উপকূলীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ৯৭ বছরের শাহজাহান
রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ৯৭ বছরের শাহজাহান
পাংশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
পাংশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নবাবগঞ্জে ১৮০০ টি জমির দলিল পোড়ালো সাব রেজিস্ট্রার
নবাবগঞ্জে ১৮০০ টি জমির দলিল পোড়ালো সাব রেজিস্ট্রার