• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে নববধূ খুন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিনিজিরপাড়া এলাকায় বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় নববধূ জান্নাতুল ফেরদৌস (২০)-কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্বামী মোঃ শাহাব উদ্দিন (২৫) ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয় মোঃ শাহাব উদ্দিনের সঙ্গে।
বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই নববধূর উপর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন।

নিহতের পরিবারের দাবি, বুধবার(১২ নভেম্বর) সকালে যৌতুকের জিনিসপত্র পছন্দ না হওয়ায় স্বামী শাহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যরা যৌতুকের টাকা ও সোনার গয়না নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা গলা টিপে ও বালিশ চাপা দিয়ে জান্নাতুল ফেরদৌসকে হত্যা করে।

ঘটনার পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
তবে এখনো পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক মহল হত্যাকারীর দ্রুত বিচার ও ফাঁসির দাবি তুলেছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নাগরপুরে বিজয় দিবস উদযাপন
নাগরপুরে বিজয় দিবস উদযাপন
বাঁশখালীতে বিজয়ের প্রথম প্রহরে পুলিশ প্রশাাসনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ
বাঁশখালীতে বিজয়ের প্রথম প্রহরে পুলিশ প্রশাাসনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ