• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজীপুরে ১ রাতে ৩ বাসে আগুন, তদন্তে পুলিশ

গাজীপুর প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ১০:০০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

গাজীপুরে এক রাতেই তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ৩টার মধ্যে ঢাকা–টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও চন্দ্রা-নবীনগর সড়কের তিন পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

প্রথমে রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকার জ্যোতি পাম্পের পাশে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাসের নিচে মেরামতের কাজ করছিলেন এক মিস্ত্রি। হঠাৎ মোটরসাইকেলে দুজন যুবক এসে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন এলাকায় সড়কের পাশে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কে থেমে থাকা আরেকটি বাসে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। নিরাপত্তারক্ষীর খবরে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

গাজীপুর জেলা পুলিশ সুপার ডা. মো. জাবের সাদেক জানান, “এক রাতে তিন স্থানে বাসে আগুনের খবর পেয়েছি। ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
ভারতের কোনো দালালকে ভোট দেবেন না: মাহমুদুর রহমান
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০
সরাইলে জায়গা বিরোধের জের ধরে সংঘর্ষ, আহত ৩০