• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আশুগঞ্জে চাঞ্চল্যকর সালাম খান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১১ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচিত সালাম খান হত্যা মামলায় প্রধান আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর তিন আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবিরপাড়া এলাকার বাসিন্দা সালাম খানকে কৌশলে আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে ডেকে নিয়ে যায় আসামি ইকবাল মিয়া। পরে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহটি হাজী ফুল মিয়ার রাইস মিলের পশ্চিম পাশে ফেলে রাখা হয়।

ঘটনার পরদিন নিহতের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ অক্টোবর আশুগঞ্জ থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ প্রধান আসামি ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি ইকবাল মিয়া জামিনে থেকে পলাতক ছিলেন।

এ মামলার অপর তিন আসামি—জাহানারা বেগম, মো. বাছির মিয়া ও নজরুল মিয়াকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়েছে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খান জানান, আসামি ইকবালের কাছে পাঁচ লাখ টাকা পেতেন নিহত সালাম খান। টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তিনি আরও বলেন, “রায়ের কপি হাতে পাওয়ার পর রাষ্ট্রের পক্ষে উচ্চ আদালতে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা