সোহেল তাজের স্ট্যাটাসে আ.লীগের হাইকমান্ডকে ইঙ্গিত

গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আগামী ১৩ নভেম্বর ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়গুলো উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি পোস্ট দিয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
ক্ষমতার কি লোভ-১ লাখ বেলুন নাকি বাসে আগুন? শিরোনামে দুপুরের দিকে দেওয়া ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘গণহত্যা, গুম-খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি-লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে-নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে।’
তিনি পোস্টে বলেছেন, ‘আমার আশ্চর্য লাগে, যখন চিন্তা করি-যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে? এর মানে একটাই-এরাই ছিল সুবিধাভোগী। আর এখন এরই পরিণতি হিসেবে খেসারত দিতে হবে নিরীহ, নিরপরাধ নেতাকর্মীদের।’
যদিও পোস্টে সরাসরি কাউকে ইঙ্গিত করা হয়নি, তবে সাবেক নেতার সমালোচনা স্পষ্টতই আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে করা বলে মনে করা হচ্ছে। ৫ আগস্টের পর থেকে সোহেল তাজ তার সাবেক দলের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন।
ভিওডি বাংলা/জা




