• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শামির কাছে মাসে ১০ লাখ চান সাবেক স্ত্রী

স্পোর্টস ডেস্ক    ৮ নভেম্বর ২০২৫, ০৫:০১ পি.এম.
শামি-হাসিন জাহান-ছবি সংগৃহীত

ভারতীয় পেসার মোহাম্মদ শামির সঙ্গে বিচ্ছেদের পর থেকে তার সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী হাসিন জাহান মাসিক ৪ লাখ টাকা ভরণপোষণ পাচ্ছেন। তবে জাহান অভিযোগ করেছেন, এই অর্থ দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না।

হাসিন জাহান নতুন আবেদন করে ভরণপোষণের পরিমাণ বৃদ্ধি চাইছেন। তার আবেদন অনুযায়ী, তিনি নিজের জন্য মাসে ৭ লাখ ও মেয়ের জন্য ৩ লাখ টাকা চাইছেন। বর্তমানে শামি মেয়ের জন্য আড়াই লাখ এবং জাহানের জন্য দেড় লাখ টাকা মাসিক দিচ্ছেন।

সুপ্রিম কোর্ট জাহানের আবেদনের ভিত্তিতে শামি ও পশ্চিমবঙ্গ সরকারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “মাসে চার লাখ টাকা কি যথেষ্ট নয়?” এর পরেই নোটিশ পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি পরে হবে।

২০১৪ সালে শামি ও হাসিন জাহানের বিয়ে হয়। ২০১৫ সালে তাদের ঘরে আসে কন্যাসন্তান। তবে দাম্পত্য সুখ দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৮ সালে জাহান শারীরিক ও মানসিক হেনস্তার অভিযোগে শামি ও তার পরিবারের বিরুদ্ধে যাদবপুর থানায় মামলা দায়ের করেন। এর পর থেকে তাদের আইনি লড়াই চলছে।

নিম্ন আদালত জাহানের আবেদন প্রাথমিকভাবে গ্রহণ না করে, শামিকে মেয়ের জন্য মাসে ৮০ হাজার ও জাহানের জন্য ৫০ হাজার টাকা ভরণপোষণ দিতে নির্দেশ দেয়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, শামি বর্তমান সময়ে মোট চার লাখ টাকা মাসিক ভরণপোষণ দিচ্ছেন। জাহান অভিযোগ করছেন, শামির মাসিক আয় প্রায় ৬০ লাখ টাকা হওয়ায় এই পরিমাণ যথেষ্ট নয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহানারার অভিযোগ গুরুতর বললেন তামিম
জাহানারার অভিযোগ গুরুতর বললেন তামিম
শচীন নন, ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার কোহলি: স্টিভ ওয়াহ
শচীন নন, ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার কোহলি: স্টিভ ওয়াহ
টানা ৬ ছক্কায় পাকিস্তানকে জিতালেন আব্বাস আফ্রিদি
টানা ৬ ছক্কায় পাকিস্তানকে জিতালেন আব্বাস আফ্রিদি