হাসিনা-আ’লীগ ইস্যুতে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর: প্রেস সচিব

শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন, অর্থাৎ দেশের সবাইকে তিনি সন্ত্রাসী বলেছেন। তিনি যদি সবাইকে হত্যা করে ক্ষমতায় থাকতে চান, তাহলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা নিয়ে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।”
গণভোটের প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তহীনতার সমালোচনা করে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, অন্তর্বর্তী সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।”
জুলাই চার্টার নিয়ে সমালোচনার জবাবে তিনি প্রশ্ন রাখেন, “অনেকে বলছেন, কৃষক-শ্রমিক-নারীদের সঙ্গে কথা বলে জুলাই চার্টার হয়নি। তাহলে কি রাজনৈতিক দলগুলো এসব শ্রেণির মানুষের প্রতিনিধিত্ব করে না?”
তিনি আরও বলেন, “জুলাই চার্টারে সব বিষয় উঠে এসেছে। নির্বাচনের পর প্রয়োজনে নতুন করে সংলাপ হতে পারে।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।
ভিওডি বাংলা/জা



