টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় একটি তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বাড়তে দেখে স্থানীয়রা ছুটে আসে আগুন নেভাতে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাহায্য চাওয়া হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।”
ভিওডি বাংলা/জা







