• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

টঙ্গাী (গাজীপুর) প্রতিনিধি    ৮ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পি.এম.
গাজীপুরের টঙ্গী মিলগেইটের তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে-ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় একটি তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।   

প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বাড়তে দেখে স্থানীয়রা ছুটে আসে আগুন নেভাতে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাহায্য চাওয়া হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।”

ভিওডি বাংলা/জা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
কিশোরগঞ্জ শহরে ফুটপাত–ওয়াকওয়ে দখলের মহোৎসব
কিশোরগঞ্জ শহরে ফুটপাত–ওয়াকওয়ে দখলের মহোৎসব
দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন