• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ইস্যুতে চিন্তিত উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পি.এম.
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

নির্বাচন করবেন নাকি করবেন না, তা নিয়ে বারবার চিন্তা করতে হয় বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে আসলে ঘুরে ফিরে একই জায়গায় আমরা চলে যাই কি না, এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি... সংসদে ৩০০ জন যাবেন। ৩০০ জনের মধ্যে একটা প্রশ্ন, এইখানে কয়জনের ২০ কোটি টাকা আছে, ২০ কোটি টাকা না থাকলে কেউ নির্বাচন করতে পারবে না। মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা এই বাস্তবতায় অন্তত ১০-২০ কোটি টাকা না হলে কারও নির্বাচন করার মানে নেই। করতে পারবে, নমিনেশন (মনোনয়ন) কিনতে পারবে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে আর কি।’

তিনি বলেন, ‘এই বাস্তবতায় আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে আজকে নির্বাচনে অংশগ্রহণ করার অথবা কাউকে যদি কেউ দেয়। আপনি আবার কারও থেকে টাকা নিয়ে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে।’

এলজিআরডি উপদেষ্টা বলেন, ‘যদি আজকে কোনো ব্যবসায়ী থেকে বা যদি অন্য যে কারও থেকে আপনি টাকা নিয়ে ইলেকশন (নির্বাচন) করেন তাহলে আপনাকে... সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয়, ইলেকশন করব নাকি করব না। করলে কীভাবে করব? মানুষ কি টাকা ছাড়া ভোট দেবে কি না বা যেই বিদ্যমান কাঠামো এই কাঠামোতে ইলেকশন করা আমাদের জন্য আসলে কতটুকু বাস্তবসম্মত।’

তিনি বলেন, ‘অনেকে জোহরান মামদানির (নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র) কথা বলেন, এটা এক্সেপশনাল কেস (ব্যতিক্রম ঘটনা), এক্সেপশনাল কেস ৩০০ আসনে ঘটা সম্ভব না, এটা হয়তো এই ইলেকশনে দেখবেন দুই একজনের জন্য ঘটে যাচ্ছে। কিন্তু ৩০০ জনের জন্য আর ঘটবে না বা এই এক্সেপশনাল কেস দিয়ে আপনি সংখ্যাগরিষ্ঠতা নিতে পারবেন না, সরকার গঠন করতে পারবেন না।’

সংস্কারের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলতো, ৫ আগস্টের পরে তারা কেন জানি সংস্কারবিরোধী রাজনীতিতে ঢুকে গেল। আমরা আসলে জানি না এই সংস্কারবিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কী? আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি, কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সফলতা বয়ে আনছে, এটা আমি আসলে বুঝতে পারি না।’

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি: আসিফ মাহমুদ
যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি: আসিফ মাহমুদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল
শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন
শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন