• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুর-১(শিবচরে) মনোনয়ন স্থগিত,আদেশ প্রত্যাহারের দাবিতে র‍্যালী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ৭ নভেম্বর ২০২৫, ০৭:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি পূর্ব ঘোষিত সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার নামও অন্তর্ভুক্ত ছিল।

তবে “অনিবার্য কারণবশত” তার মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে স্থগিতের কারণ স্পষ্টভাবে জানানো না হলেও, দলীয় সূত্রে জানা যায়-আসনটি নিয়ে স্থানীয় পর্যায়ে কিছু মতবিরোধ ও অভ্যন্তরীণ সমন্বয়ের বিষয় বিবেচনায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

এদিকে নমিনেশন স্থগিতের আদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (৭নভেম্বর) বিকেল ৪ টা থেকে শিবচরের ঐতিহাসিক হাতির বাগান মাঠে সমাবেশ করেছে কামাল জামান মোল্লার সমর্থকরা।
সমাবেশে অংশগ্রহনকারীরা “নমিনেশন ফিরিয়ে দাও” ও “সিদ্ধান্ত পুনর্বিবেচনা করো” স্লোগান দেন। সমর্থকদের দাবিতে তারা বলেন, “কামাল জামান মোল্লা শিবচরের জনপ্রিয় নেতা, তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না।”

সমাবেশটি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এবং শিবচর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারীর সঞ্চালনায় শুরু হয়। 

বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা বলেন,আমাকে মনোনয়ন দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।কিন্তু কুচক্রী মহলের আদেশে আমার মনোনয়ন স্তগিত করা হয়।বিগত ১৮ বছরে আমার ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন করে আমাকে নমিনেশন দিয়েছিলো।আমি জেল খেটেছি,হামালার-মামলার স্বীকার হযেছি,আমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।আমাকে শিবচরের বাড়িতে আসতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। শেখ হাসিনার উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল। তাই,দেশ থেকে পালিয়েছে।২০০০ হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে।ভারতীয় গুন্ডা বাহিনী দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লা,শিবচর উপজেলা বিএনপির যুগ্ম -আহ্বায়ক শাহজাহান (সাজু) মোল্লা,শিবচর উপজেলা বিএনপির সদস্য মাহবুব রহমান মাদবর,শহিদুল ইসলাম(শহীদ চেয়ারম্যান), জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা বনানী থানার যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন নুর,শিবচর উপজেলা বিএনপির নেতা তাজউদ্দীন মোল্লা, জাতীয়তাবাদী মহিলাদলের যুগ্ম-আহবায়ক নারগিস আক্তার এবং শিবচর পৌর ছাত্রদলের আহবায়ক সাঈদ হাসান শিহাবসহ ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীরা।

সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাবেশটি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম। 


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাজিতপুরে সমাবেশ অনুষ্ঠিত
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাজিতপুরে সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর