সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর ফলে আগামী সপ্তাহে তার হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা থাকলো না।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোটের মাধ্যমে শুক্রবার (৭ নভেম্বর) এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহী বাহিনীর নেতৃত্বের মধ্য দিয়ে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন আহমেদ আল-শারা। এর মধ্য দিয়েই দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ব একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা পেল- সিরিয়ায় আসাদ-যুগ শেষ, দেশটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।”
এর আগে ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম (এইচটিএস)-এর নেতৃত্ব দেওয়ার কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন আল–শারা। সংগঠনটি একসময় আল-কায়েদার সহযোগী ছিল। তবে যুক্তরাষ্ট্র চলতি বছরের জুলাইয়ে এইচটিএস-কে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়।
একইসঙ্গে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সিরিয়া যুক্তরাষ্ট্রসহ আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছে।”
বিবিসি জানিয়েছে, আগামী সোমবার আল–শারা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। ট্রাম্প এর আগে তাকে “দৃঢ়চেতা ও শক্ত নেতৃত্বের অধিকারী ব্যক্তি” হিসেবে অভিহিত করেন এবং সিরিয়ায় শান্তি ফেরাতে তার ভূমিকার প্রশংসা করেন।
এর আগে গত মে মাসে রিয়াদে প্রথমবারের মতো শারা-ট্রাম্প বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া গত সেপ্টেম্বরে প্রায় ৬০ বছর পর তিনিই প্রথম সিরীয় নেতা, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এইচটিএস পুনর্গঠন ও নেতৃত্ব নেন আহমেদ আল-শারা।
ভিওডি বাংলা/জা







