• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া

সরাইল জমি বিক্রি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩জন আহত হয়েছে। 

বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে সাত্তার ও এমদাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে একটি জমি বিক্রি করেন। এ নিয়ে টাকার হিসাব-নিকাশ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক বসলেও কোনো সমাধান হয়নি। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষে প্রায় ১০ থেকে ১৩ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। ওসি আরও বলেন, “যদি কেউ অভিযোগ দাখিল করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে বিপ্লব ও সংহতি দিবস পালন
গৌরীপুরে বিপ্লব ও সংহতি দিবস পালন
ফুলবাড়ীতে সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও পদসভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও পদসভা অনুষ্ঠিত
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ