• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণা দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পি.এম.
ডা. এ জেড এম জাহিদ। ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

এ ব্যাপারে বুধবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

তিনি এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। 

দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস তালুকদার 
ওরফে ঝুমা তালুকদার পদত্যাগ করেন। 

দ্বাদশ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন দেয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ
কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ
মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করায় বিক্ষোভ
মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করায় বিক্ষোভ
সাতক্ষীরায় পুরনো বই এর সঙ্গে নতুন বই  বিক্রির অভিযোগ
সাতক্ষীরায় পুরনো বই এর সঙ্গে নতুন বই বিক্রির অভিযোগ