• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় পুরনো বই এর সঙ্গে নতুন বই বিক্রির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরা শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে পুরনো বই বিক্রয়ের সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর)উপজেলার নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী গুদাম থেকে ট্রাকে পুরাতন ও নতুন বই তোলা হচ্ছিল।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবের উপস্থিতে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে পুরাতন বই বিক্রি করা হলেও, বাস্তবে সেই প্রক্রিয়ার আড়ালে দুর্নীতির  চলেছে।

তবে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের অভিযোগ, বইগুলো ওজন ছাড়াই ট্রাকে তোলা হয় এবং পুরনো বইয়ের সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই ছিল।

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, বইগুলোর বান্ডিলে স্পষ্টভাবে ২০২৫ সালের ছাপ দেখা গেছে। সেখানে ৩০ থেকে ৪০ বান্ডেল বই দেখা গিয়েছিল। এছাড়াও ভোরে যে ট্র্যাকটিতে বই লোড করা হয়েছিল সেখানেও ২০২৫ সালের ছাপ দেওয়া ছিল। এছাড়াও ওজনে ব্যাপক গড়মিল ছিল বলেও দাবি তাদের।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব। তার সামনেই এমন অনিয়ম ধরা পড়লে প্রশ্ন উঠেছে গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করলে শ্রমিকরা তড়িঘড়ি করে বই লোড বন্ধ করে দেয়। এছাড়া এই ট্রাক লোড করার আগে ঠিকাদারের লোকজন আরও একটি ট্রাক বই লোড করে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা। তবে বইয়ের পরিমান নিয়ে মুখ খুলতে রাজি হননি একাডেমিক সুপারভাইজার মিনা হাবিব।

স্থানীয় রফিকুল ইসলাম, ফরিদ হোসেন ও আব্দুল আহাদ বলেন, এটা সরাসরি সরকারি সম্পদ লুট। টেন্ডার প্রক্রিয়ার বাইরে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রি করা মানে সরকারের রাজস্ব হরণ। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ (তেজারাত) জানান, পুরাতন বই বিক্রির জন্য টেন্ডারের মাধ্যমে অনুমোদিত ঠিকাদার নিয়োগ করা হয়েছে। নতুন বই বিক্রির কোনো ঘটনা ঘটেনি।

একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবের উপস্থিতিতেই এমন ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লেবাররা ভুল করে কিছু বই উঠিয়েছিল। সেগুলো নামিয়ে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে  অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরাইল জমি বিক্রি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩
সরাইল জমি বিক্রি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩
কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ
কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ
মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করায় বিক্ষোভ
মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করায় বিক্ষোভ