• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির প্রার্থী আলমকে শুভেচ্ছা জানালেন জামায়াতের প্রার্থী

কিশোরগঞ্জ প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পি.এম.
মো. শরীফুল আলম। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসনে রাজনৈতিক সৌজন্যের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কবির হোসাইন। বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তার এই পদক্ষেপকে ইতিবাচকভাবেই দেখছেন সাধারণ ভোটাররা।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মাওলানা কবির লেখেন, “শুভেচ্ছা ও অভিনন্দন মো. শরীফুল আলম ভাইকে। কিশোরগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি আমাদের এলাকাকে দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন এবং এলাকার উন্নয়ন ও সমৃদ্ধিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।”

তিনি আরও লেখেন, “সিনিয়র রাজনীতিবিদ হিসেবে তিনি আমার কাছে শ্রদ্ধেয় ও সম্মানিত একজন মানুষ। ব্যক্তি জীবনে তিনি স্বজ্জন ও ভদ্র। আমার সৌভাগ্য, একজন স্বজ্জন মানুষের সঙ্গে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ। গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত ও দর্শন থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধই রাজনীতির সৌন্দর্য।”

মাওলানা কবির পোস্টের শেষ অংশে লেখেন, “আশা করছি আমরা একটা প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী মাঠে নামব, যেখানে ভৈরব–কুলিয়ারচর আসন হবে উদার, সহনশীল ও গণতান্ত্রিক রাজনীতির উদাহরণ। ভৈরব–কুলিয়ারচর জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।”

তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে প্রশংসার ঢেউ তোলে। অনেকেই মন্তব্যে লিখেছেন, এমন আচরণ বর্তমান রাজনীতিতে সৌজন্য ও সভ্যতার নতুন বার্তা দিয়েছে।

যোগাযোগ করা হলে মাওলানা কবির হোসাইন বলেন, “রাজনীতি মানে প্রতিপক্ষকে হেয় করা নয়, বরং জনগণের আস্থা অর্জনের প্রতিযোগিতা। শরীফুল আলম ভাই একজন সৎ ও অভিজ্ঞ রাজনীতিক। আমি চাই, নির্বাচনটা হোক উৎসবমুখর— যেন ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে বেছে নিতে পারেন।”


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরাইল জমি বিক্রি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩
সরাইল জমি বিক্রি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩
কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ
কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ
মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করায় বিক্ষোভ
মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করায় বিক্ষোভ