চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সংঘর্ষের কারণ ট্রাফিক নিয়ন্ত্রণ এবং গাড়ির গতি অসতর্কতার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
স্থানীয়রা জানিয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।
নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







