• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জয়ের লক্ষ্য নিয়েই অনুশীলনে কাবরেরা

স্পোর্টস ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০৮:০২ পি.এম.
নেপাল ও ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই অনুশীলনে বাংলাদেশ। সংগৃহীত ছবি

আসন্ন নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্পেন থেকে ফিরে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। ফিরেই তিনি জানালেন—লক্ষ্য দুই ম্যাচেই জয়।

জাতীয় স্টেডিয়ামের এক কোণে দাঁড়িয়ে সাংবাদিকদের কাবরেরা বলেন, ‘এটাই লক্ষ্য, অবশ্যই দুইটি ম্যাচ জেতা। নেপালের বিপক্ষে ভালো প্রস্তুতি নেওয়া এবং প্রধান উদ্দেশ্য ভারতের বিপক্ষে জয়।’

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে নেপাল যথাযথ কি না—এমন প্রশ্নে কাবরেরা বলেন, ‘নেপাল এখন ভালো করছে। তারা শক্তিশালী দলের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখাচ্ছে। আসলে আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলতে চেয়েছিলাম, কিন্তু কিছু কারণে সেটা সম্ভব হয়নি। তাই নেপাল আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ।’

দলের নতুন মুখ হামজা চৌধুরী ও শমিত সোমকে নিয়েও আশাবাদী কোচ। তিনি বলেন, ‘হামজা ১০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে সে খেলবে। শমিত একটু দেরিতে আসবে, তবে চেষ্টা করবো যেন অন্তত কিছু সময় নেপাল ম্যাচে খেলতে পারে।’

দলে সীমিত সংখ্যক খেলোয়াড় রাখার কারণ ব্যাখ্যা করে কাবরেরা বলেন, ‘তিনটি উইন্ডো একে অপরের কাছাকাছি হওয়ায় একই ধরনের প্রস্তুতি নিচ্ছি। খেলোয়াড়ের সংখ্যা বেশি হলে অনুশীলনের মান কমে যায়। তাই আমরা প্রথমে ১৪ জন ডেকেছি এবং ৭ নভেম্বর থেকে ২৪ জন খেলোয়াড় নিয়ে পূর্ণ প্রস্তুতি নেব।’

সম্প্রতি যমজ সন্তানের বাবা হয়েছেন কাবরেরা। ভারত ম্যাচে জয় পেলে মিষ্টি খাওয়ানোর প্রসঙ্গে হাস্যরস করে তিনি বলেন, ‘ভারতকে হারানোর পর আপনাদের আমন্ত্রণ জানাবো, অবশ্যই মিষ্টি হবে।’

এদিকে বাংলাদেশ–নেপাল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৫ নভেম্বর দুপুর ২টা থেকে। ক্লাব হাউস টিকিটের দাম ১,০০০ টাকা ও গ্যালারির টিকিট ৩০০ টাকা। অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেটে’ পাওয়া যাবে টিকিট।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোহলিকে ছাড়ানোর হাতছানি বাবরের সামনে
কোহলিকে ছাড়ানোর হাতছানি বাবরের সামনে
প্রথমবারের মতো সেমিতে ব্রাজিল
প্রথমবারের মতো সেমিতে ব্রাজিল
এল ক্লাসিকোর হতাশা কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা
এল ক্লাসিকোর হতাশা কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা