• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের নির্বাচনী মাঠ এখন রাজনীতির পাশাপাশি আইনি উত্তাপে গরম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামকে মানহানির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম।

মামলার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড শীর্ষক আলোচনামূলক অনুষ্ঠান সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে সঞ্চালক কাজী জেসিনের উপস্থিতিতে ড. নাহরিন ইসলাম খান এক আলোচনার সময় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিতর্কিত মন্তব্য করেন।

ড. নাহরিন ইসলাম অভিযোগ করেন, জামায়াতের সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের প্রতি ‘জামায়াতের হক’ বলেছিলেন। যা মূলত ইঙ্গিত করে যে জামায়াত নেতারা নারী লোভী বা নারীর প্রতি অনৈতিক আচরণের পক্ষপাতী।

এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভিডিও ক্লিপটি দ্রুত ভাইরাল হয়।

অধ্যাপক জাহিদুলের দাবি, এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ। তাঁর ভাষায়, আমি কখনোই এমন মন্তব্য করিনি। বরং এই বক্তব্যের মাধ্যমে আমাকে এবং জামায়াতে ইসলামীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। এতে আমার ব্যক্তিগত মর্যাদা, সামাজিক অবস্থান ও রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অধ্যাপক জাহিদুল ইসলাম উল্লেখ করেন, বিষয়টি যে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, তা বিবিসি বাংলার আসল সাক্ষাৎকার দেখলেই প্রমাণিত হয়।

বিবিসি বাংলার ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ৫ আগস্টের পরে আওয়ামী লীগের অনেক কর্মী বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। তবে আমাদের দ্বারা কেউ কখনো হয়রানির শিকার হয়নি। আমাদের ধারণা, আওয়ামী লীগের সাধারণ ভোটার ও সমর্থকদের ভোট এবার আমাদের দিকে আসবে।

অর্থাৎ, সাক্ষাৎকারে কোথাও নারী লোভী বা স্ত্রীর প্রতি হক এ জাতীয় মন্তব্যের কোনো ইঙ্গিতই ছিল না। জামায়াত নেতার দাবি, এই বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে, যার ফলে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানি ঘটেছে।

অধ্যাপক জাহিদুল ইসলাম দণ্ডবিধির ধারা ৫০০ অনুযায়ী মানহানির অভিযোগ আনেন। মামলার নথিতে তিনি উল্লেখ করেন, ড. নাহরিন ইসলাম খান টেলিভিশন অনুষ্ঠানে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাকে সামাজিকভাবে অপদস্থ করেছেন। সেই বক্তব্য ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়েছে আমার এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে।

এ ব্যাপারে মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম বলেন, আমরা আদালতে ভিডিও ক্লিপসহ সব প্রমাণাদি উপস্থাপন করেছি। আদালত মামলাটি প্রাথমিক যাচাই-বাছাই শেষে গ্রহণ করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিবেচনায় নিয়েছেন। মামলাটি এখন তদন্তাধীন অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, এই ধরনের অভিযোগ শুধু ব্যক্তিগত নয়, রাজনৈতিকভাবেও গুরুতর প্রভাব ফেলে। বিশেষ করে নির্বাচনের সময় এমন মানহানিকর প্রচার প্রার্থীর ভাবমূর্তি ও ভোটের সম্ভাবনা নষ্ট করতে পারে।

ড. নাহরিন ইসলাম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এই বিষয়ে গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে গাজী টিভির সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি রেইনবো নেশন সিরিজের অংশ হিসেবে প্রচারিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে অতিথিরা মতামত দেন।

টেলিভিশনের এক প্রযোজক নাম প্রকাশ না করার শর্তে জানান, অনুষ্ঠানে কেউ যদি বিতর্কিত মন্তব্য করে, সেটি অতিথির ব্যক্তিগত মতামত হিসেবেই গণ্য করা হয়। টেলিভিশন কর্তৃপক্ষ এর দায় বহন করে না।

সিরাজগঞ্জ-২ আসনটি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত জোটের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে অধ্যাপক জাহিদুল ইসলাম নির্বাচনী মাঠে নেমেছেন।

তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা ও সমাজসেবার সঙ্গে যুক্ত এই শিক্ষক-রাজনীতিককে জামায়াতের একটি মধ্যপন্থী ও শিক্ষিত নেতৃত্বের প্রতীক হিসেবে দেখা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে দিনব্যাপী  অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত
ফুলবাড়ীতে দিনব্যাপী অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত
নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ৬
নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ৬
রাজবাড়ী-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন খৈয়ম
রাজবাড়ী-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন খৈয়ম