• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে টানা বৃষ্টিতে ফসলি জমি-রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি

টাঙ্গাইল প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নিম্নচাপের প্রভাবে টানা অসময়ে বৃষ্টির কারণে টাঙ্গাইলের মধুপুর,ঘাটাইলসহ আশপাশের উপজেলায় রোপা আমন ধান ও রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমন ধান মাটিতে লুটিয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঘাচাইলে রাস্তা ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

জানাযায়, নিম্নচাপের প্রভাবে টানা মৌসুমী টানা বৃষ্টির কারণে মধুপুর উপজেলার মির্জাবাড়ী,গোলাবাড়ী,অরণখোলা ও আউশনারা এলাকার প্রায় ১০-১২ একর জমির আমন ধান অতি বৃষ্টির ফলে হেলে মাটিতে লুটিয়ে পড়েছে। হলুদ,আনারস,পেঁপে, কলা ও শাকসবজির খেতেও  অসময়ে রেকর্ড পরিমান বৃষ্টির কারণে বেশ ক্ষতির আশংকা দেখা দিয়েছে। 

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানাযায়, আমন ধান রোপনের পর থেকে সার,কীটনাশক ব্যবহারসহ প্রয়োজনীয় পরিচর্যা করছেন কৃষকরা। এখন প্রতিটি ধানের শীষ পরিপক্ক হয়ে হলুদ রং ধারণ করেছে। অল্প কদিন পড়েই ধান কেটে ঘরে তুলবেন তারা। এমন সময় বৃষ্টিতে ফসল হানির কারণে কৃষকরা হতাশায় ভুগছেন।
 
মধুপুর কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, মধুপুরের অধিকাংশ ভুমি পাহাড়ি লাল মাটি বেষ্টিত। সমতল বা ধান চাষের উপযোগী জমির পরিমান অপ্রতুল । তার পরও স্থানীয় কৃষকরা পাহাড়ের ঢালে নিচু জমিতে ধান চাষাবাদ করে থাকে। অসময়ে অতি বৃষ্টির কারণে মধুপুর উপজেলার মির্জাবাড়ী,গোলাবাড়ী,অরণখোলা ও আউশনারা এলাকার প্রায় ১০-১২ একর জমির আমন ধান ক্ষতিগ্রস্থ হয়েছে।

অপর দিকে  গত তিনদিনের টানা বৃষ্টিতে রোববার মধ্যরাতে ঘাটাইলের  মাকেশ্বর বাজার থেকে মনোহারা রাস্তা ভেঙে কয়েকটি গ্রামের সংযোগ পথ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে পার্শ্ববর্তী কয়েক গ্রামের মানুষ।
  
মাকেশ্বর বাজারের আশপাশের লোকজন জানান,  রোববার মধ্যরাতে বাজারের সর্বাধিক জনগুরুত্বপুর্ন রাস্তাটি  ভেঙে যাওয়ায় কয়েক গ্রামের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। তারা  দ্রুত এ রাস্তাটির সংস্কার দাবি করেন। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাইদ জানান,মাকেশ্বর বাজারের পাশের ওই রাস্তাটি আগে থেকেই ঝুকিপুর্ন ছিলো কিন্তু আকশ্বিক বৃষ্টিতে রাস্তাটি ধসে যায়। এ রাস্তায় দ্রুত সময়ের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে। তবে জনগণের দুর্ভোগ লাগবে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সেতু নির্মান করে ছোট যানবাহন চলাচলের উপযোগী করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অযত্নে–অবহেলায় হরিপুর শিশুপার্কের বেহাল দশা
অযত্নে–অবহেলায় হরিপুর শিশুপার্কের বেহাল দশা
বগুড়ায় তারেক রহমানের শ্বশুরের ৯১ তম জন্ম বার্ষিকী পালিত
বগুড়ায় তারেক রহমানের শ্বশুরের ৯১ তম জন্ম বার্ষিকী পালিত
ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালিয়ে আত্মগোপনে বাবা
ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালিয়ে আত্মগোপনে বাবা