• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

রাজবাড়ী প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াদ আলী শেখ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। রিয়াদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদি কেস্টপুর গ্রামের রহমত আলী শেখের ছেলে এবং রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

রোববার (২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রনক সরকার গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “মোটরসাইকেলটি শ্রীপুর দিক থেকে বড়পুলের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি গাছে এবং পরে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।”

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪