• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্টভাষা বাংলা করার প্রথম দাবি জানিয়েছেন ধীরেন্দ্র নাথ দত্ত

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পি.এম.
ধীরেন্দ্র নাথ দত্ত। ছবি: ভিওডি বাংলা

ভাষা আন্দোলনের পথিকৃৎ, সংগ্রামের অগ্রনায়ক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে দাঁড়িয়ে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। তিনি বলেছিলেন “বাঙালির সংখ্যা বেশি, তাই বাংলাই হবে রাষ্ট্রভাষা।”

রোববার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ হিন্দু লীগ আয়োজিত ভাষা সৈনিক ও স্বাধীন বাংলার অন্যতম স্বপ্নদ্রষ্টা শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ হিন্দু মহাসভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র গুপ্ত।

তিনি বলেন,আমরা আজ এক মহান আত্মার জন্মদিনে সমবেত হয়েছি। ধীরেন্দ্র নাথ দত্তের এই সাহসী উচ্চারণ শুধুমাত্র ভাষার দাবিই ছিল না—এটি ছিল বাঙালির আত্মপরিচয়ের দাবি, ছিল বাঙালী সত্তার সংগ্রাম।

বক্তব্যে তিনি আরও বলেন, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ছিলেন অসাম্প্রদায়িক চেতনার দীপ্ত প্রতীক, মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধের অগ্রদূত, নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার যোদ্ধা। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে, কিন্তু তারা ধ্বংস করতে পারেনি তার আদর্শ ও স্বপ্ন।

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে দীপক চন্দ্র গুপ্ত বলেন, আমরা যেন তার আত্মত্যাগকে শুধু স্মরণেই সীমাবদ্ধ না রাখি। তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবাধিকার রক্ষা, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও বৈষম্যবিহীন সমাজ গঠনে কাজ করি। ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষা করি।

তিনি বলেন,শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের আত্মত্যাগের আত্মবিশ্বাস নিয়ে নেতৃত্বের পথে এগিয়ে যাওয়া হোক আমাদের অঙ্গীকার ও শপথ। বাংলা বাঁচবে, বাঙালি বাঁচবে, বাঙালির অধিকার চিরজাগ্রত থাকবে।

বক্তব্য শেষে শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দীপক চন্দ্র গুপ্ত বলেন,ধীরেন্দ্র নাথ দত্ত অমর, তার আদর্শও অমর। স্বাধীন বাংলাদেশে তার স্মৃতি চিরজাগ্রত থাকুক এই আমাদের প্রত্যাশা।

সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু লীগের মহাসচিব বীরেন্দ্র নাথ মৈত্র, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট প্রভাষ চন্দ্র তন্ত্রী, যুগ্ম মহাসচিব সঞ্জয় কুমার রায় রনি, দপ্তর সম্পাদক সাগর কর্মকার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দুলাল সরকার, ভক্ত সংঘ সোসাইটির সাধারণ সম্পাদক অনিল পাল, স্বপন কর্মকার, গৌতম সূত্রধর প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা কলি নিতে সম্মত এনসিপি
শাপলা কলি নিতে সম্মত এনসিপি
ভারত কখনো বন্ধু হতে পারে না: নাহিদ
ভারত কখনো বন্ধু হতে পারে না: নাহিদ
আবারও জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান
আবারও জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান