• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী

টাঙ্গাইল প্রতিনিধি    ১ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পি.এম.
ইসমাইল হোসেন রকী । ছবি: ভিওডি বাংলা

ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার আইপা অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর উদ্যোগে ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এর ইভেন্ট ব্যবস্থাপনায় ‘আইপা অ্যাওয়ার্ড’ ও ইন্টারন্যাশনাল বিজনেস, এন্টারপ্রেনার, কালচার ও লিডারশীপ সামিট অনুষ্ঠিত হয়। 

ওই অনুষ্ঠানে আইপা অ্যাওয়াড পুরুস্কার পেয়েছেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার তারাটিয়া গ্রামের ইসমাইল হোসেন রকী। তিনি আন্তর্জাতিক সাংস্কৃতিক মৈত্রী পরিষদ প্রতিষ্ঠাতা ও পরিচালক রর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন  (আরজেএফ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। 

ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রহিত সুমন সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি  উপস্থিত ছিলেন ডাঃ সাকিবা নোভা, , ইউএস বাংলার জিএম মোঃ কামরুল ইসলাম, সংগঠক শফিকুল ইসলাম রাহী, ব্যবসায়ী আব্দুল নূর, আইরিন হক, ফেরদৌস খান, উদ্যোক্তা জেসমিন আক্তার, সাবেক অতিঃ সচিব পীরজাদা শহীদুল হারুন, লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক, বাংলা টিভির পরিচালক মীর সামস সান্তু প্রমুখ । 

এ সময় আরো যারা আইপা অ্যাওয়ার্ড প্রাপ্ত হলেন: চিত্র নায়ক ডিএ তায়েব, ইসমাইল হোসেন রকী, তামান্না হক, জাহিন আক্তার, শাহরিয়ার কবির শোভন, বেললা হোসেন, মোঃ আসাদুজ্জামান, তাসনুভা খান, আবু সায়েম, ডাঃ মোঃ হোসাইন আলম, রবেনা রবি, মারুফা হক মলি, সামি হামিদুর, তাকিব হোসেন, আহমদ উল্লাহ সাদি, মেহরাব আলী, লুবনা আক্তার, মোঃ আকাশ, ফারজানা ইসলাম. মিনহাজুল আবেদিন, লস্কর নাহার, রিফাত মাহবুুব, দিয়া আহসান, তাসলিমা আক্তার কনিকা, সাকিবা হোসেন, সবুজ রয়, লাভগুর তামিম হাসান, কোরিওগ্রাফার গৌতম সাহা, আরিফ হোসেন, মনিরুল ইসলাম, সাংবাদিক গাজী আনিস, রোমান রয়, যাদুশিল্পী রাশেদ সিকদার, চিত্রনায়িকা কুসুম সিকদার. মৌ খান, পলি, মিষ্টি জান্নাত, আইরিন, অভিনেত্রী দীপা খন্দকার,  নীরব, সজল, সংগীতশিল্পী ইকবাল বিন আনোয়ার ডন, ক্রিকেটার আকবর আলী, তমা রশীদ, রেহেনা আক্তার কাজল, মজনুর রহমান জয়,  নুসরাত জাহানসহ আরো অনেকে । চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, বিজ্ঞাপন, খেলাধুলা, রাজনীতি, আইন-শৃঙ্খলা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা, রন্ধনসহ বিভিন্ন সেক্টরের তারকা বন্ধুদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত