• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্রের জোয়ারের স্রোতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। 

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের উপজেলার খানখানাবাদ ইউনিয়নের বঙ্গোপসাগর তীরবর্তী  কদমরসুলের মৌলানা হুজুরের মাজার সংলগ্ন চর এলাকায় ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয়ারা পুলিশে খবর দেয়, পরে পুলিশ ও স্থানীয়রা ভাসমান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়।
 
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে ভাসমান লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সম্ভবত গভীর সমুদ্র থেকে জোয়ারের স্রোতে লাশটি ভেসে এসেছে। মাছ ধরতে যাওয়া কোনো জেলে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এখনও পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি, তবে পরিচয় শনাক্তের জন্যে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান (ওসি) সাইফুল ইসলাম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নাগরপুরে বিজয় দিবস উদযাপন
নাগরপুরে বিজয় দিবস উদযাপন
বাঁশখালীতে বিজয়ের প্রথম প্রহরে পুলিশ প্রশাাসনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ
বাঁশখালীতে বিজয়ের প্রথম প্রহরে পুলিশ প্রশাাসনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ