• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ৩১ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাঙ্গাবালীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে গড়ে উঠেছে একাধিক করাতকল। এসব করাতকলের নেই কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স। দীর্ঘদিন ধরেই চলে আসা এ কার্যক্রমে একদিকে যেমন বেড়েছে গাছ চুরির অভিযোগ, অন্যদিকে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও বনজ সম্পদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ এলাকায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পরিচালিত এসব করাতকল দিনরাত কাঠ চিরাই করছে। নেই কোনো পরিবেশ ছাড়পত্র কিংবা লাইসেন্স, তবুও প্রশাসনের নাকের ডগায় চলছে কার্যক্রম।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, “রাঙ্গাবালী উপজেলায় করাতকল পরিচালনার অনুমোদন নেই। কেউ লাইসেন্সও পায়নি। আমরা বিষয়টি জানি এবং খুব শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হবে। এদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী বলছে, অতীতেও এমন অবৈধ করাতকল গড়ে উঠলেও ব্যবস্থা না নেওয়ায় আরও উৎসাহিত হয়েছে অসাধু মহল। এখনই প্রশাসন কঠোর না হলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব হবে ভয়াবহ।

পরিবেশবাদীরা বলছেন, বনজ সম্পদ রক্ষা  ও টেকসই পরিবেশের জন‍্য অবৈধ করাতকল বন্ধ করা জরুরি। প্রশাসনের দৃশ‍্যমান পদক্ষেপ এখন সময়ের দাবী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্স বলেন, বন বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব‍্যবস্হা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি