খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন

 
                                            
                                    
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা আমীর মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, খেলাফত মজলিস সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসকন দেশের মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি উগ্র ও ধর্মবিদ্বেষী সংগঠন। তারা আলিফ হত্যাকাণ্ড, গাজীপুরে খতিব গুমের চেষ্টা ও মুসলিম নারীদের উপর নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।
তারা আরও বলেন, ইসকনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে। তাই সংগঠনটিকে অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বক্তারা হুশিয়ারি দেন—দাবি না মানলে দেশজুড়ে ইসকনবিরোধী আন্দোলন গড়ে তোলা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                





