• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ০৩:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও তা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ব্র্যাক-জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক স্বাস্থ্য প্রকল্পের রাজবাড়ী জেলার ব্যবস্থাপক এ,এম মিজানুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন।

আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব আহমেদ, মেডিকেল অফিসার ডা. পলাশ সিকদার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান ও ব্র্যাকের প্রোগ্রাম অফিসার সুরাইয়া আক্তার প্রমুখ।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় জোরদার, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বৃদ্ধি, জনসচেতনতা বাড়ানো এবং রোগ শনাক্তকরণ প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানান।

সভায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, কালুখালী উপজেলা ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ্ অফিসার থোয়াই মার্মা।
সভায় হাসপাতালের নার্স, স্বাস্থ্য সহকারী ও সাংবাদিকসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি