খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 
                                            
                                    
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে জেলা যুবদলের আয়োজনে শহরের চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।
ওয়াদুদ ভুইয়া তাঁর বক্তব্যে বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে। এখনই সময় জনগণের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা জানার। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে খাগড়াছড়ির মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                






