ইসকনকে নিষিদ্ধের দাবিতে গুরুদয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

 
                                            
                                    
ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কলেজের শহীদ মিনারের সামনে ‘সচেতন শিক্ষার্থী’ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইসকন নিয়মিতভাবে ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং সামাজিক বিভেদ তৈরি করছে। তারা বলেন, একটি ধর্মীয় সংগঠনের নামে এমন উসকানিমূলক কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, “ইসকন দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি দিয়ে যাচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—এই সংগঠনের কর্মকাণ্ড তদন্ত করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক।”
আরেক শিক্ষার্থী মুহাম্মদ ফাহিম হক অভি বলেন, “বাংলাদেশ বহু ধর্মের মানুষের সহাবস্থানের দেশ। কেউ যদি ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। ইসকন এই সীমা অতিক্রম করেছে।”
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, ইসকনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন।
এ বিক্ষোভ মিছিল আব্দুল্লাহিল কাফী, শেখ সাফায়েত সামির, মুহাম্মদ ফাহিম হক অভি, এস এম রাইয়ান নির্জন, আল জুরাইজ আকন্দ, রাফসান, মো. রায়হান আহমদ গালিব, মো. মোহাইমিনুল ইসলাম সামিসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ভিওডি বাংলা/ এমএইচ
 
                             
                         
                 
                






