• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৈয়দপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নীলফামারী প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহীদ ডাঃ জিকরুল সড়কস্হ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয় হতে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কস প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

পরে সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী মন্টু, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠান টি পরিচালনা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, এ-সময় আরও উপস্থিত ছিলেন, সিঃ যুগ্ম আহবায়ক রেজওয়ান আক্তার পাপ্পু, যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, জাকির হোসেন মেলন, টিটু, খালিদ হাবিব, পৌর যুবদলের আহবায়ক সালাম রেজা, সদস্য সচিব কামরান উদ্দিন, সিঃ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সহ উপজেলা পৌর ও ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।

এমসয় বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও আগামী সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি