• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রায়গঞ্জে অচল ন্যাশনাল স্কিলস ইনস্টিটিউট, বেকারদের স্বপ্ন ভঙ্গ

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২৮ অক্টোবর ২০২৫, ১২:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এ প্রশিক্ষণ কেন্দ্রটি পুনরায় চালু করা গেলে এলাকার বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর কায়েস্থপাড়া এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় প্রতিষ্ঠিত ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এনএসডিআই) এখন কার্যত অচল হয়ে পড়েছে। গত আট মাস ধরে বন্ধ রয়েছে এর প্রশিক্ষণ কার্যক্রম। অব্যবস্থাপনা ও অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ।

জানা যায়, ২০১৪ সালে বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে কম্পিউটার, জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিশিয়ান ও ওয়েল্ডিং এ চার ট্রেডে ৩৬০ ঘণ্টার বেসিক প্রশিক্ষণ দেয়া হতো। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। ইনস্টিটিউটের ভবনটি বর্তমানে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনটি গাড়ি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে। এছাড়া ৩০টি কম্পিউটার, ১৬টি ল্যাপটপ, ২৯টি সেলাই মেশিন ও আধুনিক ইলেকট্রিক ল্যাবসহ বিভিন্ন যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় নষ্ট হতে বসেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানের শুরু থেকেই কর্মকর্তা-কর্মচারী নিয়োগে যোগ্যতার চেয়ে রাজনৈতিক বিবেচনাকেই অগ্রাধিকার দেয়া হয়েছিল। আওয়ামী লীগ সমর্থক না হলে চাকরির সুযোগ মেলেনি বলেও অভিযোগ করেন তারা। ফলে যোগ্য প্রশিক্ষক ও কার্যকর তদারকির অভাবে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অচল হয়ে পড়ে।

এলাকাবাসী মনে করেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এ প্রশিক্ষণ কেন্দ্রটি পুনরায় চালু করা গেলে এলাকার বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এনএসডিআইয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, এখানে কম্পিউটার টেইনার ও জেনারেল ইলেকট্রিক্যাল অভিজ্ঞ প্রশিক্ষক ছিলেন, কিন্তু কবির বিন আনোয়ারের বউ তাদের ইউএনওর মাধ্যমে শোকস দেন। এখনো তাদের শোকস তুলা হয় নাই।

তিনি বলেন, ‘আমরা নিয়মিত অফিসে উপস্থিত থাকি। কিন্তু প্রায় এক বছর ধরে কোনো বেতন পাচ্ছি না। পর্যাপ্ত তহবিল না থাকায় বেতন দেয়া সম্ভব হচ্ছে না। আট মাস আগে ট্রান্সফর্মার চুরি হওয়ার পর থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে ক্লাস চালানো যাচ্ছে না। কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামও নষ্ট হচ্ছে।’

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, ‘বিল পরিশোধ করলে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস। প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা প্রধান উপদেষ্টার দফতরে পুনরায় চালুর আবেদন পাঠিয়েছি।’

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রোজিনা আক্তার বলেন, ‘ইউএনওকে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি অকেজো যন্ত্রপাতি ও গাড়িগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি