• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪৩ জন। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৩ জন। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৪০ জনে। 

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ১৭০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭ জন, খুলনা বিভাগে ৩১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৭ জন রোগী রয়েছে।আর চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ৩৯৩ জন।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৭
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৭৭
ডেঙ্গুতে মৃত্যু ৪শ’ ছাড়াল, হাসপাতালে ভর্তি ৯৮ হাজারের বেশি
ডেঙ্গুতে মৃত্যু ৪শ’ ছাড়াল, হাসপাতালে ভর্তি ৯৮ হাজারের বেশি
১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি