• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি সরকারে এলে রাজবাড়ীতেই পদ্মা সেতু নির্মাণ করা হবে: খৈয়ম

রাজবাড়ী প্রতিনিধি    ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩২ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, “বিএনপি সরকারে এলে রাজবাড়ীতেই নির্মাণ করা হবে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু। এতে দৌলতদিয়ার মাটি সোনায় পরিণত হবে।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খৈয়ম বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে নদী শাসন, আধুনিক নৌবন্দর, বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট এবং দেশের সবচেয়ে বড় রেলওয়ার্কশপ রাজবাড়ীতেই স্থাপন করা হবে। দৌলতদিয়া হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার।”

তিনি অভিযোগ করেন, “গত ১৬ বছরে নদী রক্ষার নামে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়, আবার বর্ষায় অতিরিক্ত পানি ছাড়লে ভয়াবহ বন্যা দেখা দেয়। বাংলাদেশের নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে গেছে।”

খৈয়ম আরও জানান, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ বিষয়ে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। তারেক রহমান আশ্বাস দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে রাজবাড়ীতেই এই দুটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, “তারেক রহমানের দেওয়া ৩১ দফা রূপরেখায় জনগণের অর্থনৈতিক মুক্তি, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নদী ব্যবস্থাপনা পুনর্গঠনের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ আছে। এই রূপরেখা বাস্তবায়িত হলে রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল হবে উন্নয়নের মডেল।”

খৈয়ম আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই দেশে পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও স্বচ্ছ শাসন প্রতিষ্ঠিত হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুসহ সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব ও আকমল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক কেএ সবুর শাহিন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান আয়ুব, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, অ্যাডভোকেট এবিএম সাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আয়ুব আলী খান, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান এবং পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল এবং সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সুলতান উদ্দিন আহমেদ ও ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হোসেন শেখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
ফেনী জেনারেল হাসপাতালে রোগীর চাপ
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার