• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হোয়াটসঅ্যাপে নতুন নিয়ম

প্রযুক্তি ডেস্ক    ২১ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসায়িক প্রচার ও প্রোমোশনের হাতিয়ারেও পরিণত হয়েছে হোয়াটসঅ্যাপ। এর ফলে স্প্যাম ও অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের বিরক্তি তৈরি হয়। তাই স্প্যাম মেসেজ ও অনাকাঙ্ক্ষিত টেক্সট ঠেকাতে নতুন ব্যবস্থা আনছে হোয়াটসঅ্যাপ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে এই ফিচারটি চালু হবে বলে জানিয়েছে মেটা।

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, অ্যাপটি পরীক্ষামূলকভাবে মাসিক মেসেজ সীমা নির্ধারণ করছে। বিশেষ করে যারা কনট্যাক্ট লিস্টের বাইরে থাকা মানুষ বা গ্রাহকদের মেসেজ পাঠান, তাদের ক্ষেত্রেই এই সীমা প্রযোজ্য হবে।

হোয়াটসঅ্যাপ এখনও জানায়নি ঠিক কত সংখ্যক মেসেজ পাঠানোর পর ব্যবহারকারীকে থামিয়ে দেওয়া হবে। তবে টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সীমা নির্ধারণ করে পরীক্ষা চালানো হচ্ছে। তবে সাধারণ ব্যবহারকারীদের এতে ভয় পাওয়ার কিছু নেই।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বন্ধু বা পরিবারের সঙ্গে দৈনন্দিন চ্যাটে এর কোনো প্রভাব পড়বে না। মূল উদ্দেশ্য হলো স্প্যাম কমানো এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও নিরাপদ করা। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুগল সার্চে আপনার নাম-নম্বর নিজেই মুছে ফেলবেন যেভাবে
গুগল সার্চে আপনার নাম-নম্বর নিজেই মুছে ফেলবেন যেভাবে
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক
অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার
অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার