• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে

লালপুর (নাটোর) প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

নাটোরের লালপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন বাবা আব্দুল হান্নান ও মেয়ে হালিমা খাতুন। এ ঘটনায় এলাকাজুড়ে চলছে প্রশংসার জোয়ার। এর আগে একই বছরে তারা এসএসসি পরীক্ষাও পাস করেছিলেন।

এলাকাবাসী জানায়, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান। তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তার মেয়ে হালিমা অংশ নেয় গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।

আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তিনি সংসার জীবনে প্রবেশ করেন। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাই স্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মেয়ের সঙ্গে পাস করেন। বিষয়টি আলোচনায় এলে স্থানীয়ভাবে তিনি ব্যাপক প্রশংসা পান। এ বছর আবারও মেয়ে হালিমাকে পাশে নিয়ে এইচএসসি পাস করলেন।

হালিমা খাতুন বলেন, “পরিবারে অভাব থাকলেও বাবার পড়াশোনার প্রবল ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।”

বর্তমানে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সংসার চালাচ্ছেন আব্দুল হান্নান। তার এই অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি ভালোবাসা স্থানীয় সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “শিক্ষার কোনো বয়স নেই-এটা প্রমাণ করেছেন আব্দুল হান্নান। আমরা তাকে অভিনন্দন জানাই। প্রয়োজনে উপজেলার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
শীলকুপ ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠিত
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন করাতকল, বন বিভাগের হুশিয়ারি
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
গৌরীপুর সদর ইউনিয়নে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত