• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বাড়ানো যৌক্তিক: উপ-প্রেস সচিব

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পি.এম.
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বাড়ানোর দাবিকে “যথেষ্ট যৌক্তিক” বলেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, “এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবি অনেকটাই ন্যায্য। আমি গ্রামে বড় হয়েছি, শিক্ষকদের কষ্ট চোখে দেখেছি। বাড়ি ভাড়া বাড়ানো গেলে সেটা সবার জন্যই আনন্দদায়ক হবে।” তবে তিনি সতর্ক করেন, “এই দাবি আদায়ে জনদুর্ভোগ সৃষ্টি করা দুঃখজনক হবে।”

আবুল কালাম আজাদ জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে শিক্ষকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। প্রথম ধাপে ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি এবং ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আগামী বাজেটের আগে আরও ৫ শতাংশ বাড়ানোর সম্ভাবনাও সরকার বিবেচনা করছে।

তার মতে, যাদের মূল বেতন ২০ হাজার টাকার কম, তাদের ক্ষেত্রে এ প্রস্তাবিত বৃদ্ধি কার্যত ১০ শতাংশেরও বেশি হবে। ফলে শিক্ষকদের একটি বড় অংশের দাবি আংশিকভাবে পূরণ হচ্ছে।

তবে তিনি প্রশ্ন তোলেন, “সব এমপিওভুক্ত প্রতিষ্ঠান কি যোগ্যতা যাচাই করে অন্তর্ভুক্ত হয়েছে?” তার ভাষায়, “রাজনৈতিক বিবেচনা ও তদবিরে অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। ছাত্র-শিক্ষক না থাকলেও তারা সুযোগ পাচ্ছে। এমন প্রতিষ্ঠানের শিক্ষকদের বাড়তি সুবিধা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা জরুরি।”

তিনি আরও বলেন, “এইচএসসি ও এসএসসি পরীক্ষার সাম্প্রতিক ফলাফলে দেখা গেছে, ২০০’র বেশি কলেজে কেউ পাস করেনি। এমন ফলাফলের স্কুলগুলোকে জনগণের অর্থে অতিরিক্ত সুবিধা দেওয়া কতটা যুক্তিসঙ্গত, তা ভেবে দেখা দরকার।”

এদিকে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বৃহস্পতিবার বলেন, “শিক্ষকদের বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা চলছে। সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বৃদ্ধির সিদ্ধান্ত প্রাথমিকভাবে বিবেচনায় আছে।”

তিনি আরও বলেন, “সরকার শিক্ষকদের দাবি বিষয়ে শ্রদ্ধাশীল ও সংবেদনশীল। পাশাপাশি আমরা তাদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি—কারণ বেতনই সব নয়, মর্যাদা ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া তথ্যঝুঁকি নিয়ে ডিজিটালি রাইটের গবেষণায় সতর্কবার্তা
ভুয়া তথ্যঝুঁকি নিয়ে ডিজিটালি রাইটের গবেষণায় সতর্কবার্তা
পরিবেশবান্ধব সমন্বিত যোগাযোগের আহ্বান প্রধান উপদেষ্টার
পরিবেশবান্ধব সমন্বিত যোগাযোগের আহ্বান প্রধান উপদেষ্টার
বড় চুরি করে কেউ পার পাবে না : ড. মুশতাক হুসেন
বড় চুরি করে কেউ পার পাবে না : ড. মুশতাক হুসেন