মধুপুরে যুবদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গোয়ালভিটা ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে আলোকদিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ও গোয়ালভিটা ইয়াং স্টার ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে এই খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
ফাইনাল খেলায় মধুপুর উপজেলা যুবদলের আহবায়ক মো। হযরত আলী শেখ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, আলোকদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ চান মাহামুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হক, পৌর যুবদলের সদস্য সচিব শামীম হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, পৌর ছাত্রদলের আহবায়ক সঞ্জয় সিংহ এবং সদস্য সচিব সাব্বির হাসান প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। খেলা দেখতে মাঠে উৎসুক দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়।
ভিওডি বাংলা/জা





