• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেল করেছেন সেই আনিসা

নিজস্ব প্রতিবেদক    ১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পি.এম.
আনিসা আহমেদ-ছবি সংগৃহীত

মায়ের অসুস্থতার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে আসা আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ওই শিক্ষার্থী বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন।

আনিসা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিলেন।

প্রসঙ্গত, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছিল আনিসার পরীক্ষা কেন্দ্র। মা অসুস্থ থাকায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসে ঢুকতে না পেরে তার কান্নাকাটির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর মানবিক বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে। পরে শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ
বেসরকারি স্কুল-কলেজের সভাপতি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিত
বেসরকারি স্কুল-কলেজের সভাপতি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিত