• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে পঁচা-বাসী মাংস বিক্রি করার সময় কসাই আটক

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে ফ্রিজে রাখা বাসি-পঁচা মাংস বিক্রি করার সময় জনসাধারণ হাতে-নাতে আটক করেছে মাংস বিক্রেতাকে। পরে পঁচা-বাসি মাংসগুলো মাটিতে পুঁতে দিলো ভ্রাম্যমান আদালতের বিচারক রাজারহাট উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সালাউদ্দিন মাহমুদ। 

মঙ্গলবার(১৪অক্টোবর) দুপুরের পর বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বাজারের মাংস বিক্রেতা আকতার হোসেন ও দারবাগ আলী ফ্রিজে রাখা পঁচা-বাসী গরুর মাংস বিক্রি করার সময় জনসাধারণ তাদের মাংসসহ হাতে-নাতে আটক হয়। 

খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় রাজারহাট থানার পুলিশের সহযোগীতায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সালাউদ্দিন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ হাজার টাকা জরিমানা করে পঁচা-বাসী মাংসগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন। 

বিষয়টি  রাজারহাট উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন