• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে লেবার পার্টির তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পি.এম.
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: ভিওডি বাংলা

সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ৬ থেকে ১৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, সরকারের অদক্ষতা, সিন্ডিকেটের প্রভাব এবং নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থাই আজ দেশের সাধারণ মানুষের জীবনে দুর্ভোগের আগুন জ্বালিয়ে দিয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, যখন সাধারণ মানুষের আয় কমে যাচ্ছে, দ্রব্যমূল্য আকাশছোঁয়া, তখন আবারও তেলের দাম বাড়ানো সরকারের জনগণবিরোধী অর্থনৈতিক নীতিরই বহিঃপ্রকাশ। এই সিদ্ধান্ত শ্রমজীবী, নিম্নআয়ের মানুষ ও মধ্যবিত্ত শ্রেণিকে আরও চরম ভোগান্তিতে ফেলবে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের আগেই ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে- এটি প্রমাণ করে যে বাজার এখন সিন্ডিকেটের হাতে জিম্মি। সরকারের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই, বরং প্রভাবশালী ব্যবসায়ীচক্রের সঙ্গে এক ধরনের অঘোষিত আঁতাত চলছে।

ডা. ইরান অভিযোগ করেন, যে সরকার জনগণের নির্বাচিত নয়, তাদের কাছে জনগণের ভোগান্তি বা ন্যায়বিচারের কোনো মূল্য নেই। প্রশাসন চোখ বন্ধ করে রাখে, আর সিন্ডিকেট মুনাফার খেলায় মেতে ওঠে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি সরাসরি জনজীবনে বিপর্যয় ডেকে আনে। এভাবে বারবার দাম বাড়ানো হলো শ্রমিক, কৃষক, শিক্ষক, চাকরিজীবীসহ সকল নিম্নবিত্ত মানুষের প্রতি নির্মম অবিচার।

তিনি অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সরকার যদি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে স্পষ্টভাবে স্বীকার করা উচিত যে তারা জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে পারছে না। বাংলাদেশ লেবার পার্টি জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহবান লেবার পার্টির
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ
ভাসানীকে অবহেলা ইতিহাস ক্ষমা করবে না : বাংলাদেশ ন্যাপ