• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহবাগে ৩ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাগুলো রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টার মধ্যে ঘটেছে। লাশগুলোর পরিচয় এখনও জানা যায়নি।

শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির জানান, প্রথম ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডে এক নারী অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।

এর কিছুক্ষণ পর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী একজন পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৃতীয় ঘটনাটি ঘটে রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে, যেখানে আরেকজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তিনজনের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা