• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক    ৮ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পি.এম.
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস -ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমে যাচ্ছেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন এবং উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করবেন। 

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “রোম সফরের সময় প্রধান উপদেষ্টা বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন এবং দেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক আলোচনা করবেন। বিশেষভাবে ভিসা জটিলতা নিরসনের উপায় নিয়ে গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ করছে এবং দ্রুত সমাধানের আশা করা যাচ্ছে।”

শিক্ষা খাতের বিষয়েও শফিকুল আলম জানান, দেশে বর্তমানে অনেক বেশি বিএ/বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যা বাজারে অতিরিক্ত। তাই দেশের সার্বিক চাহিদা অনুযায়ী সায়েন্সভিত্তিক গ্রাজুয়েশন বাড়ানোর প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে।

প্রেস সচিব আরও জানিয়েছেন, সরকারের উদ্যোগে দেশের ৯টি রেজিম কোম্পানি অতি দ্রুতই অবসায়ন করা হবে।

ড. মুহাম্মদ ইউনূসের এই সফর সরকারের আন্তর্জাতিক এজেন্ডা এবং উন্নয়ন বিষয়ক উদ্যোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
নভেম্বর-ডিসেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা
চরমপন্থা-রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী বিশ্বব্যাপী হুমকিস্বরূপ: পররাষ্ট্র উপদেষ্টা
আজ থেকে শুরু জাটকা শিকারের ৮ মাসের নিষেধাজ্ঞা
আজ থেকে শুরু জাটকা শিকারের ৮ মাসের নিষেধাজ্ঞা