• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে দু'গ্রুপের সংঘর্ষ সাংবাদিক-পুলিশসহ আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের কালকিনিতে বিএনপিপন্থী দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক-পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে কালকিনি উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , মাদারীপুর-৩ আসনে বিএনিপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সেনাবাহিনীর মেজর রেজাউল করিম (অব.) এর নেতৃত্বে একটি পথসভা শেষে তার সমর্থকরা কালকিনি উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। এ সময় অফিস ভবনের নিচে অবস্থানরত রেজাউল করিমের সমর্থকদের ওপর হঠাৎ অতর্কিত হামলা চালায় অপর আরেক মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান খোকন তালুকদারের অনুসারীরা। একপর্যায়ে দু'পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটায়। এতে কালকিনি উপজেলা চত্বরজুরে রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। পরে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হামলায় অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সবুজসহ আহত হয় অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনার পর উপজেলা চত্ত্বরে থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

আহতদের মধ্যে রেজাউল করিমপন্থী তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, সমাবেশে হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে পুলিশের উপরও হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েড টিকাদানের কর্মশালা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েড টিকাদানের কর্মশালা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া (ডিবি) অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪
ব্রাহ্মণবাড়িয়া (ডিবি) অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪
সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে প্লাবন শুরু
সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে প্লাবন শুরু