• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উদযাপিত

রাজবাড়ী প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান এবং পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান বলেন, “পরিকল্পিত নগর উন্নয়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনমান উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। বর্তমান সরকার নগর উন্নয়ন ও বসতি গঠনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সবাইকে সমন্বিতভাবে এগিয়ে এ লক্ষ্যে কাজ করতে হবে।”

সভায় অন্যান্য বক্তারা বলেন, নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে নগর সমস্যার সমাধান সম্ভব।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়