• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ১০:৪৫ পি.এম.
খাগড়াছড়ি। সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র জনতা’র অবরোধ প্রত্যাহারের একদিন পরই ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রশাসন।

শনিবার (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো নোটিশে জানানো হয়, গুইমারা উপজেলায় ২৭ সেপ্টেম্বর থেকে জারি হওয়া ১৪৪ ধারা রোববার (৫ অক্টোবর) ভোর ৫টা থেকে তুলে নেওয়া হবে। একইভাবে খাগড়াছড়ি সদর উপজেলা পৌর এলাকা ও আশপাশের ১৪৪ ধারা রবিবার ভোর ৬টা থেকে প্রত্যাহার হবে।

এর আগে শুক্রবার ‘জুম্ম ছাত্র জনতা’ ৫ অক্টোবর পর্যন্ত শিথিল করা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রায় দুই সপ্তাহ ধরে অবরোধসহ বিভিন্ন কর্মসূচি চলছিল। এসব কর্মসূচিতে তিনজনের মৃত্যু হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
গাইবান্ধায় গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
গাইবান্ধায় গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার - প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা
সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার - প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা