• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে মোবাইল কোর্টে অবৈধ চায়না জাল ধ্বংস

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে কারেন্ট জাল বা চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। এই আইনের ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাওদা বিলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। 

শনিবার (৪ অক্টোবর) বিকেলে শুরু হওয়া এ অভিযানে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগের ভিত্তিতে হাওদা বিল এলাকা তল্লাশি চালানো হয়। এসময় ১৫টি চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, নিষিদ্ধ এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছসহ বিভিন্ন প্রজাতির জলজ জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, যা পরিবেশের জন্য বড় হুমকি। তাই অভিযানে জব্দ করা জালসমূহ দ্রুত ধ্বংস করা হয়েছে।

এসময় স্থানীয় জনগণ প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, চায়না জাল ব্যবহারের কারণে বিলের মাছ দিন দিন কমে যাচ্ছে। এ ধরনের নিয়মিত অভিযান চালানো হলে মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জলজ জীববৈচিত্র্য রক্ষা ও মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের মুক্তির সনদ  ৩১ দফা: মাহমুদুর রহমান
জনগণের মুক্তির সনদ ৩১ দফা: মাহমুদুর রহমান
আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী
আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী
পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ