• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাকিবের সিনেমার প্রি-প্রোডাকশনে হাজির আমির খান!

বিনোদন ডেস্ক    ৩ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পি.এম.
শাকিব খান-আমির খান-ছবি সংগৃহীত

আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’। ইতোমধ্যেই ছবির পোস্টার প্রকাশ হয়েছে। পোস্টারে দেখা যায়, হাতে অস্ত্র নিয়ে ঘিরে থাকা মানুষের মাঝে দাঁড়িয়ে আছেন শাকিব খান। প্রকাশের পর থেকেই এটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।  

ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজনায় নির্মিত এ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। ছবির অন্যতম আকর্ষণ বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক অমিত রায়, যিনি সালমান খান ও রণবীর কাপুরের একাধিক সিনেমায় কাজ করেছেন।

গত বুধবার (১ অক্টোবর) ‘প্রিন্স’-এর পরিচালক আবু হায়াত মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি জানান, অমিত রায়ের সঙ্গে ছবির প্রি-প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। পোস্টে দেখা যায় অমিত রায়, আবু হায়াত মাহমুদ, শিরিন সুলতানা এবং আরও চমকপ্রদ উপস্থিতি বলিউড তারকা আমির খান।

আসলে, যেহেতু ছবির কাজ নিয়ে মুম্বাইয়ে অমিত রায়ের সঙ্গে বৈঠক হচ্ছিল, সেটিই ছিল আমির খানের শুটিং সেট। সেই সুবাদেই সেখানে হাজির হন এই বলিউড অভিনেতা।

ছবিগুলো পোস্ট করে নির্মাতা আবু হায়াত লেখেন- ‘প্রি-প্রোডাকশনের এই মুহূর্তগুলো আমাদের জন্য খুবই বিশেষ। ধন্যবাদ অমিত দা, আমাদের এমন সুন্দর অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য।’

শোনা যাচ্ছে, ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। যদিও বিভিন্ন নাম শোনা গেলেও, নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!
হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!
ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপন করলেন শাবনূর
ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপন করলেন শাবনূর
খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন: জেনিফার লরেন্স
খ্যাতি নয়, শান্তিই আসল অর্জন: জেনিফার লরেন্স