• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪ জন কে জরিমানা

তাড়াশ চলনবিলে শামুক নিধনে ভ্রাম্য আদালত

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চলনবিলে নির্বিচারে শামুক ঝিনুক নিধনের অপরাধে ভ্রাম্য আদালত পরিচালনা করে ৪ বিক্রেতা  জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুন্দইল বাজারে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ জেড এম নাহিদ হোসেনের নেতৃত্বে উপজেলার কুন্দইল বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এ সময় চলনবিলের জীববৈচিত্র্য ধ্বংসে শামুক ঝিনুক আহরোন করার  কাজে নিয়োজিত থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে উপজেলার কুন্দইল গ্রামের বাসিন্দা গোলাম হোসেনের ছেলে মো: রিপন (৩০), আমির হোসেনের ছেলে মো: আব্দুর রশিদ (১৮), দিঘী সগুনা গ্রামেরে বাসিন্দা আবু বক্কারের ছেলে মো: আসলাম(৪৫) ও মোশারফ হোসেনের ছেলে মো: আবুল কালাম (৩৫) কে দোষী সাব্যস্থ করে প্রত্যককে নগদ দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত শামুক চলনবিলে অবমুক্ত করা হয়।

এ  সময় উপস্থিত ছিলেন বন কর্মকর্তা জাহাঙ্গীর কবির, মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার  কামরুজ্জামান ও তাড়াশ থানার উপ পরিদর্শক আলমগীর হোসেন সহ অন্যারা।

উল্লেখ্য, মৎস্য ও হাঁসের খামারীরা প্রতিদিন চলনবিল  এলাকা থেকে টন কে টন শামুক ঝিনুক আহরোন করে পাইকারী দরে বিক্রি করার জন্য গড়ে তোলা হয়েছে বিভিন্ন পয়েন্ট। এখান থেকে ট্রাক যোগে পাইকাররা দেশের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে খামারীদের কাছে বিক্রি করে থাকেন। এতে করে চলনবিলের প্রাণবৈচিত্র্য ও কৃষিতে নেতীবাচক প্রভাব পরছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০