• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেস সদস্যদের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পি.এম.
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ছবি সংগৃহীত

মার্কিন কংগ্রেসের ১৮ জন সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি লিখে গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ এর নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, নৌবহর বা এর বেসামরিক কর্মীদের ওপর যে কোনও হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের বিদেশি হামলা থেকে রক্ষা করা। নৌবহরের ওপর শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং মানবিক মিশন সফলভাবে সম্পন্ন করার জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

চিঠিতে বলা হয়েছে, নৌবহর ইতিমধ্যেই অন্তত তিনবার হামলার শিকার হয়েছে। স্বাক্ষরকারীদের একজন রাশিদা তালিব, যিনি ২০১৯ সালে মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়ে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী হিসেবে ইতিহাস রচনা করেছিলেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, নৌবহর গাজার ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছে এবং এটি সম্পূর্ণ সুরক্ষিত রাখা উচিত।

তথ্যসূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিতর্কিত নির্বাচনে ফের তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া
বিতর্কিত নির্বাচনে ফের তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া
আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার ৩-এ অগ্নিকাণ্ড
কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার ৩-এ অগ্নিকাণ্ড