• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি দিয়েছে জাগপা

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পি.এম.
জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত

জুলাই সনদের আইনি ভিত্তি, হাসিনাকে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ, গণহত্যার বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচনের ৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পল্টনস্থ জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এই ৭ দাবি নিয়ে ইতোপূর্বে জাগপা ৩ দিনের কর্মসূচি পালন করেছিল। 

রাশেদ প্রধান বলেন, আমেরিকায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলা, দেশের মাটিতে তাদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ আমাদের সচেতন করেছে। দেশের পার্বত্য অঞ্চলে ধর্ষণবিরোধী আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করার হিন্দুস্তানী-আওয়ামী ষড়যন্ত্র আমাদের মনোবলকে দৃঢ় করেছে। হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসনের জন্য বাংলাদেশের একটি বৃহৎ দল, যারা ডানের একটু বামে এবং বামের একটু ডানে থাকে তাদের কার্যক্রম এবং বক্তব্য আমাদের হতাশ করেছে। 

জাগপা মুখপাত্র বলেন, আমরা এই ৭ দাবি নিয়ে ৩ দিনের কর্মসূচি পালন করে উপলব্ধি করেছি, দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন। তারা আমাদের অধিকাংশ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। বাংলার জনগণ হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অপরাজনীতি আর দেখতে চায় না। জনগণের সমর্থন আমাদের উৎসাহ ও অনুপ্রেরণার কারণ হয়েছে। 

লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই এবং গণআন্দোলন ব্যতীত আমাদের সামনে সত্যই আর কোন পথ খোলা নেই উল্লেখ করে কর্মসূচি ঘোষণা করেন রাশেদ প্রধান। কর্মসূচির মধ্যে আছে ১ থেকে ৯ অক্টোবার গণসংযোগ। গণসংযোগের মধ্যে রয়েছে সাংঠনিক সভা, শ্রমজীবী এবং পেশাজীবীদের সাথে মতবিনিময়, মানব বন্ধন, ফ্যাসিবাদবিরোধী ছাত্র এবং যুব সংগঠনের সাথে গোলটেবিল বৈঠক, সাংগঠনিক জেলায় লিফলেট বিতরণ, শহীদ আবরার ফাহাদ-এর শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা। গণসংযোগ শেষে ১০ অক্টোবর ঢাকাসহ সকল বিভাগে বিক্ষোভ মিছিল এবং ১২ অক্টোবার সাংগঠনিক জেলাসমূহে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে জাগপা। 

হিন্দু ধর্মালম্বীদের পূজার বিষয়টি মাথায় রেখে ১ এবং ২ অক্টোবর রাজপথে কোন কর্মসূচি থাকবে না বলে জানানো হয় জাগপার সংবাদ সম্মেলনে। 
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ সফিকুল ইসলাম, হাজী মো: হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের